Opinion and Suggestion Form

Error message. This is a
Success message. This is a


গবেষণা উইং

গবেষণা উইং ৬টি কেন্দ্র, ১৭টি বিভাগ, ৮টি আঞ্চলিক কেন্দ্র, ২৮টি উপকেন্দ্রের মাধ্যমে যাবতীয় গবেষণা পরিচালনা ও পর্যবেক্ষণ করে থাকে। 

 

গবেষণা উইং এর কাজকর্ম :

১। প্রতিবছর নিম্নোক্ত তিন স্তরে গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা বাস্তবায়ন করা।

  • আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা
  • অভ্যন্তরীন গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা
  • কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা

২। জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্প সমূহ পর্যালোচনা ও মূল্যায়ন করা। যেমন-

  • এডিপি, বিএআরসি, কেজিএফ, এসপিজিআর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর্ন্তজাতিক সংস্থা/দাতা
  • FtFBP, CIMMYT, IRRI, ACIAR, ICRISAT, AVRDC, CIP etc.

৩। প্রকল্প সমূহের সমন্বয় ও সমাপনী প্রতিবেদন দাখিল করা।

৪। জাতীয় বীজ বোর্ডের মাধ্যমে কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ফসলের নতুন নতুন জাত নিবন্ধন/ অবমুক্তির জন্য প্রস্তাবনা/মূল্যায়ন পেশ করা।

৫। বিএআরআই কর্তৃক উদ্ভাবিত জাত/প্রযুক্তির ডকুমেন্টেশন তৈরী করা।

৬। ফসল গবেষণা কেন্দ্র/বিভাগ/আঞ্চলিক কেন্দ্র/উপ-কেন্দ্র এবং জাতীয় ও আর্ন্তজাতিক প্রকল্প সমূহের অগ্রগতি প্রতিবেদন মূল্যায়ন করা।

৭। টাস্কফোর্স কমিটির মাধ্যমে গবেষণা কর্মসূচি মূল্যায়ন করা এবং গবেষণা কর্মসূচি অনুমোদন করা।

৮। তদারকি কমিটির মাধ্যমে গবেষণা অগ্রগতি প্রতিবেদন মূল্যায়ন করা।

৯। বিএআরআই কর্তৃক উদ্ভাবিত জাত সমূহের প্রজনন বীজ উৎপাদনের ব্যবস্থা করা।

১০। বিভাগীয় প্রধান ও সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের ভ্রমণ সূচী ও ভ্রমণ ডাইরি অনুমোদন করা।

১১। বিজ্ঞানীদের দৈনিক হাজিরা সীট মূল্যায়ন করা।

১২। সকল বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রদান ও সকল বিজ্ঞানীর গোপনীয় প্রতিবেদনে প্রতিস্বাক্ষর করা।

১৩। সরকারি, বেসরকারি, আর্ন্তজাতিক ও ব্যক্তিগত সকল ধরনের গবেষণা মূলক যোগাযোগ ও প্রতিবেদন দাখিল  করা।

১৪। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে পুরস্কার প্রাপ্তির লক্ষ্য প্রতিবেদন তৈরী ও জমাদানের ব্যবস্থা করা।

১৫। গবেষণা অর্জন, অগ্রগতি, কর্মসূচি এবং বিএআরআই এর বাজেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর বাস্তবায়নকারী কমিটির নিকট দাখিল করা।

১৬। সকল কারিগরি বিষয়ে মহাপরিচালক মহোদয়কে সহায়তা করা।

১৭। জনবল নিয়োগ, দক্ষতা বৃদ্ধি, পদোন্নতিসহ সকল প্রশাসনিক বিষয়ে মহাপরিচালক মহোদয়কে সহায়তা করা।

১৮। গবেষণা কর্মসূচি প্রণয়ন ও প্রতিবেদন তৈরীর জন্য ছক তৈরী করা।

১৯। বিশেষ ক্ষেত্রে ল্যাব ও মাঠ গবেষণার অনুমতি প্রদান।

২০। বিএআরআই বিজ্ঞানীদের জন্য একাডেমিক গবেষণার তত্ত্বাবধায়ক অনুমোদন প্রদান করা।

২১। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের ফরমাসপত্র তৈরী করা।

২২। বিএআরসি হতে অর্থায়নের জন্য  বিএআরআই কর্তৃক গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রেরণ করা। 

২৩। মন্ত্রণালয় হতে অর্থায়নের জন্য  বিএআরআই কর্তৃক গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রেরণ করা।

২৪। আবহাওয়া ডাটা সংগ্রহ, সংরক্ষন ও প্রতিবেদন তৈরী করা।

২৫। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র এবং মসলা গবেষণা কেন্দ্র, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা।