Opinion and Suggestion Form

Error message. This is a
Success message. This is a


সেবা ও সরবরাহ উইং

গবেষণা ও জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে। এই উইং প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংগ্রহের দায়িত্বও পালন করে থাকে। সেবা ও সরবরাহ উইং ০৮ টি শাখার মাধ্যমে তার সকল কার্যক্রম বাস্তবায়ন করে থাকে, শাখাগুলো হলোঃ

১। প্রশাসন শাখা : 

প্রশাসন শাখার কার্যাবলী

  • ইনস্টিটিউটের বোর্ড সভা এবং বাছাই কমিটি-১ ও ২ এর সভার আয়োজন ও সিদ্ধান্ত বাস্তবায়ন।
  • ইনস্টিটিউটের কর্মকর্তা/কর্মচারী শূন্য পদ পূরণের নিমিত্ত মন্ত্রণালয় হতে ছাড়পত্র গ্রহণ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দরখাস্ত গ্রহণ ও যাচাই বাছাই, লিখিত/প্রায়োগিক/মৌখিক পরীক্ষা গ্রহণ ও বিধি মোতাবেক নিয়োগ সম্পন্নকরণ।
  • কর্মকর্তা/কর্মচারীদের বদলী/পদায়ন/পদোন্নতি প্রদান।
  • কর্মকর্তা/কর্মচারীদের উচ্চতর গ্রেড স্কেল প্রদান।
  • কর্মকর্তা/কর্মচারীদের এসইআর/এসিআর সংরক্ষণ।
  • কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন ধরণের ছুটি মঞ্জুর করা।
  • অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের পেনশন প্রদান।
  • গৃহ নির্মাণ/মেরামত, মোটর সাইকেল/বাই সাইকেল ঋণ প্রদান।
  • চাকুরি বিধি মোতাবেক শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ ও বিভাগীয় মামলা পরিচালনা।
  • ইনস্টিটিউটের পক্ষে উচ্চ আদালত ও নিম্ন আদালতের মামলা পরিচালনা।
  • রাজস্ব/উন্নয়ন খাতের নতুন পদ সৃজন, মেয়াদ সংরক্ষণ ও স্থায়ীকরণ।
  • প্রশাসনিক মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করা।
  • মাসিক প্রতিবেদন প্রেরণ ও সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন।
  • কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় আরোপিত বিভিন্ন ধরণের প্রশাসনিক এবং অন্যান্য কার্য সম্পাদন করা হয়।

২। অর্থ ও হিসাব শাখা :

অর্থ ও হিসাব শাখা সংস্থার অর্থনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। এতে বাজেট প্রণয়ন, ব্যয়ের হিসাব, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং কর ও অন্যান্য আইনগত বিষয়াদি সামলানো হয়।

৩। ভুমি ও উমারত শাখা :

ভূমি ও ইমারত শাখা সংস্থার ভূমি ও স্থাপনার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে। এতে সম্পত্তির ব্যবস্থাপনা, নতুন নির্মাণ, মেরামত এবং সম্পত্তির আইনী বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে।

৪। সাধারন সেবা :

সাধারণ সেবা কার্যাবলী :

১. সাধারণ সেবা কর্তৃক সকল জাতীয় দিবস, আন্তর্জাতিক দিবস ও জাতীয় শোক দিবস
উদযাপনের ব্যবস্থা করা হয়।
২. সাধারণ সেবা অফিস হতে সকল শ্রেণীর বাসা বরাদ্দ আদেশ জারী করা হয়।
৩. ক্যাম্পাসের কোন অফিস বা বাসায় আগুন লাগলে তাৎক্ষনিক ভাবে আগুন নিভানোর ব্যবস্থা করা
হয়।
৪. কোন দুর্ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।
৫. কোন ভিজিটর আসলে প্রটোকল ও নিরাপত্তা দেয়া হয়।
৬. অফিস চলাকালীন দিনগুলিতে ক্যাফেটেরিয়ায় সাধারণ খাবার সরবরাহের ব্যবস্থা
করা হয়।
৭. বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।
৮. সাধারণ সেবা হতে প্রতি বছর মশা নিধনের ব্যবস্থা করা হয়।
৯. বিভিন্ন কেন্দ্র/উপ-কেন্দ্র হতে আগত কর্মকর্তা ও কর্মচারীদেরকে গেস্ট হাউজ ও ডরমিটরিতে থাকার ব্যবস্থা করা হয়।

নিরাপত্তার কাজ :


১. অত্র ইনটিটিউটের গবেষণা মাঠ, আবাসিক এলাকা, মটর সাইকেল গ্যারেজ, অফিস, গেইট, পাম্প মেডিকেল সেন্টার, ক্লাব, গেষ্ট হাউস ইত্যাদি এলাকায় ৪৬টি পয়েন্টে রাত-দিন ২৪ ঘন্টা শিফ্ট অনুযায়ী নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করে থাকে।
২. টহল গাড়ীতে অস্ত্রসহ বিকাল ৫.০০ ঘটিকা হতে সকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় টহল করা হয়। কোথাও কোন চুরি হলে নিরাপত্তা প্রতিবেদন প্রেরণ করা হয় এবং থানায় জিডি/এজাহার করা।

৫। সংগ্রহ ও ভাণ্ডার শাখা :

সংগ্রহ ও ভান্ডার শাখা সংস্থার মালামাল ও সম্পদের সংগ্রহ, সংরক্ষণ ও পরিচালনা করে। এতে প্রয়োজনীয় মালামালের ক্রয়, সংরক্ষণ এবং বিতরণের কাজ সম্পাদিত হয়।

৬। মেশিনারি মেরামত ও রক্ষণাবেক্ষণ :

মেশিনারি ও মেরামত শাখা সংস্থার সকল যন্ত্রপাতি এবং সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব পালন করে। এতে যন্ত্রপাতির নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং ত্রুটি সংশোধন অন্তর্ভুক্ত।

৭। মেডিক্যাল সেন্টার :

মেডিকেল সেন্টার সংস্থার কর্মচারীদের স্বাস্থ্য সেবা প্রদান করে। এতে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং অন্যান্য স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত।

 

৮। পরিবহন শাখা :

পরিবহন শাখা সংস্থার অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবহন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এতে যানবাহনের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, ড্রাইভার পরিচালনা এবং পরিবহন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত।